জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে শব্দ ও পরিবেশ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি পরিবহনকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ২টি বাস ও ২টি ট্রাকের চালকের বিরুদ্ধে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী (বালু) পরিবহন করায় একটি ট্রাক্টর চালককে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, জেলায় শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।