স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে রাতের আঁধারে বাসা থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনসহ তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পিবিআই রংপুরের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রায়হানুল রাজ দুলাল কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিটটি দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা নিজে ও আদালতের পরিদর্শক নজরুল ইসলাম জুয়েল।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের তৎকালীন ডিসি সুলতানা পারভীন, তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও আরডিসি নজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এসএম রাহাতুল ইসলাম। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৯টি ধারায় অভিযোগ আনা হয়েছে।
পরবর্তী ধার্য তারিখে আদালতে মামলার নথি উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
চার্জশিট দাখিলের প্রতিক্রিয়ায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বলেন,
“দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর এই মামলার চার্জশিট জমা হলো। অভিযুক্তরা প্রভাবশালী, এবং বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও তারা চাকরিতে বহাল ছিলেন। মামলার তদন্তে নানা সময়ে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এরপরও পিবিআই যেভাবে তদন্ত করেছে এবং চার্জশিট দাখিল করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আশাবাদী, আদালতে ন্যায়বিচার পাবো।”
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে সাংবাদিক রিগানকে রাতের আঁধারে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করে মাদক ধরিয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।