1. live@ajkeruttarbanga.online : আজকের উত্তরবঙ্গ : আজকের উত্তরবঙ্গ
  2. info@www.ajkeruttarbanga.online : আজকের উত্তরবঙ্গ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রিগানকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানাসহ ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট ভোটের সময় প্রতিশ্রুতি, পরে নিস্তব্ধতা: কাদা-পানির পথই নিয়তি পাইকেরছড়ার ১নং ওয়ার্ড বাসীর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্য আটক জুলাই বিপ্লব কি ব্যর্থ হবে? সার্বভৌমত্ব রক্ষার সামরিক চুক্তির প্রত্যাশা কি শুধু গল্পেই? ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে রাস্তার মোড়ে ঝুললো ‘নৌকা’, গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী অশ্রুসিক্ত বিদায়ে ভূরুঙ্গামারী ইউএনও মোঃ গোলাম ফেরদৌসকে সংবর্ধনা কুড়িগ্রাম সফরে পরিবেশ উপদেষ্টা: উত্তরাঞ্চলের মানুষ কি তবে আশার আলো দেখবে? ভূরুঙ্গামারীর নতুন উপজেলা নির্বাহী অফিসার “দীপ জন মিত্র” সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক বানুর জানাজা অনুষ্ঠিত, অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান ভূরুঙ্গামারীতে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালক সহ দুই নিহত, আহত ৩ জন

সাংবাদিক রিগানকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানাসহ ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের সাংবাদিক মো. আরিফুল ইসলাম রিগানকে রাতের আঁধারে বাসা থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনসহ তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পিবিআই রংপুরের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রায়হানুল রাজ দুলাল কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিটটি দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা নিজে ও আদালতের পরিদর্শক নজরুল ইসলাম জুয়েল।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের তৎকালীন ডিসি সুলতানা পারভীন, তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও আরডিসি নজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এসএম রাহাতুল ইসলাম। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৯টি ধারায় অভিযোগ আনা হয়েছে।

পরবর্তী ধার্য তারিখে আদালতে মামলার নথি উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

চার্জশিট দাখিলের প্রতিক্রিয়ায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বলেন,

“দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর এই মামলার চার্জশিট জমা হলো। অভিযুক্তরা প্রভাবশালী, এবং বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও তারা চাকরিতে বহাল ছিলেন। মামলার তদন্তে নানা সময়ে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এরপরও পিবিআই যেভাবে তদন্ত করেছে এবং চার্জশিট দাখিল করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আশাবাদী, আদালতে ন্যায়বিচার পাবো।”

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে সাংবাদিক রিগানকে রাতের আঁধারে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করে মাদক ধরিয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট