ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্রুতগতির একটি ড্রামট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিন সদস্য।
রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া এলাকার বাসিন্দা ও অটোরিকশা চালক বাহাজ উদ্দিন বানু (৩৩) এবং রতনপুর এলাকার মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরীর মেয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থী আনিকা (১৮)।
আহতরা হলেন- আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও কন্যা শিশু ফাতেমা (৯)। তাদেরকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী পরিবারসহ একটি রিজার্ভ অটোরিকশায় সোনাহাট স্থলবন্দর ঘুরতে যান। দুপুরে ফেরার পথে ঘুনটিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোনাহাটগামী বেপরোয়া গতির একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই আনিকা মারা যায়। গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়ার পথে অটোচালক বাহাজ উদ্দিন বানু মারা যান।
স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”
দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।