কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীকে হত্যার চেষ্টার অভিযোগে লুৎফর রহমান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার কচাকাটা থানার দক্ষিণ সরকারটারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। আহতদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে ওই গ্রামের জহুর আলীর ছেলে লুৎফর রহমান হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এক রোগীর ওপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেছে প্রতিপক্ষ। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে তারা দ্রুত ব্যবস্থা নিয়ে লুৎফর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে দুটি ধারালো হাসুয়া উদ্ধার করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, "এক যুবক হাসপাতালের ভেতরে ঢুকে ধারালো দুটি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে দ্রুত তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।"
অন্যদিকে, গ্রেফতারকৃত যুবক লুৎফর রহমান দাবি করেছেন, তিনি হাসপাতালে তার পক্ষের আহত স্বজনদের দেখতে গিয়েছিলেন। প্রতিপক্ষের লোকজনই তাকে ফাঁসিয়ে দিয়েছে।
ওসি আল হেলাল মাহমুদ জানান, "গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।"
সম্পাদক ও প্রকাশক : মোঃ মেছবাহুল আলম , বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৩০২১৭৫০৫৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত