1. live@ajkeruttarbanga.online : আজকের উত্তরবঙ্গ : আজকের উত্তরবঙ্গ
  2. info@www.ajkeruttarbanga.online : আজকের উত্তরবঙ্গ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শব্দ ও পরিবেশ দূষণ অপরাধে ৫ পরিবহন ড্রাইভারকে মোবাইল কোর্টের জরিমানা ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল ছাত্র শিবির ভূরুঙ্গামারীতে বিএনপির বিজয় র‍্যালী ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত তৃণমূল রাজনীতিতে নতুন গতি: আন্ধারীঝাড়ে বিএনপির প্রচারণা কর্মসূচি ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাং সদস্যের আক্রমণে ২ মাদ্রাসা শিক্ষার্থী আহত, থানায় মামলা ভূরুঙ্গামারীতে উপড়ে পড়া শতবর্ষী বটগাছ অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট সাংবাদিক রিগানকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানাসহ ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট ভোটের সময় প্রতিশ্রুতি, পরে নিস্তব্ধতা: কাদা-পানির পথই নিয়তি পাইকেরছড়ার ১নং ওয়ার্ড বাসীর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে।

বুধবার (২৫ জুন) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে স্লোগান ও প্ল্যাকার্ডসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই-খুদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, সিভিল সার্জনের কার্যালয়ের বক্ষব্যাধি কনসালটেন্ট ডা. মোঃ সাদেকুর রহমান, ইসলামী ব্যাংকের ডিডি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এবং পরিবেশ বিষয়ক সংগঠনের প্রতিনিধিরা।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিহার করে পরিবেশবান্ধব বিকল্প পণ্যে অভ্যস্ত হতে হবে।” তিনি বাল্যবিবাহ, প্রতিবন্ধিতা, চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা ও সচেতনতাবৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে গুরুত্বারোপ করে বলেন, “উদ্যোক্তা তৈরি ও যুব সমাজকে সৃজনশীল করে তুলতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, “জনসংখ্যা বৃদ্ধি এবং সচেতনার অভাবে আমাদের পরিবেশ ক্রমেই ভারসাম্যহীন হয়ে পড়ছে।” তিনি জানান, পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ১৭ ধরনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক শনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—আইসক্রিম ও ললিপপ কাঠি, ফুড প্যাকেট, পাতলা মোড়ক, শপিং ব্যাগ, মেলামাইন ফোম, প্লাস্টিক বোতল প্রভৃতি।

তিনি বলেন, “বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সৃষ্টি হচ্ছে। একটি পানির বোতল ৪৫০ বছর এবং একটি টুথব্রাশ ৫০০ বছরেও নষ্ট হয় না। এসব অপচনশীল প্লাস্টিক ক্ষুদ্রাতিক্ষুদ্র হয়ে মাইক্রো প্লাস্টিক আকারে আমাদের শরীরে প্রবেশ করে, যা ক্যান্সার ও কিডনি রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকির কারণ।”

এসময় তিনি কাচ, পাট, চট ও কাগজ দিয়ে তৈরি পণ্য ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করেন এবং পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, যেমন মোবাইল কোর্ট পরিচালনার কথাও তুলে ধরেন।

আলোচনা সভা শেষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশ দূষণ ও এর প্রতিকারের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে অপচনশীল প্লাস্টিক কীভাবে পরিবেশ ও মানবজীবনের জন্য হুমকি তৈরি করছে, তা তুলে ধরা হয়।

সার্বিকভাবে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মত দিয়েছেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট