ঢাকা, ২৩ জুন:
সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ইলিয়াস হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন। সোমবার (২৩ জুন) দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আওয়ামী লীগের বেশিরভাগ নেতা-কর্মী এখনও দেশে অবস্থান করছেন, এরপরেও গত ১০ মাসে সরকার আওয়ামী চিহ্নিত দোসরদের পুলিশ দিয়ে ধরেনি—এই ব্যর্থতা সরকারের।”
তিনি আরও লিখেছেন, “সরকার যদি হত্যা মামলার আসামিদের ধরতে না পারে, তবে জনগণের দায়িত্ব তাদের হালকা-পাতলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া। জনগণ সেই দায়িত্বই পালন করছে। কোনো কথা হবে না, আওয়ামী লীগ পেলেই জুতার মালা।”
পোস্টে ইলিয়াস হোসেন তথাকথিত ‘সুশীল সমাজ’-এরও সমালোচনা করে লেখেন, “যারা সুশীল সেজে আওয়ামী লীগকে বাঁচানোর ধান্দা করছে, গত ১৫ বছরে তাদের পরিবারের কারও কোনো ক্ষতি হয়নি। মব দিয়ে যদি ভালো কিছু হয়, মবই ভালো।”
সবচেয়ে আলোচিত অংশে তিনি এক ব্যক্তিকে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তার ভাষায়, “কালকে যিনি নুরুল হুদার গালে জুতা মেরেছেন, আপনি (দাড়িওয়ালা ভাই) কোনোভাবে আমার পর্যন্ত পৌঁছাতে পারলে আপনার জন্যে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে রাখলাম।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ মেছবাহুল আলম , বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৩০২১৭৫০৫৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত