1. live@ajkeruttarbanga.online : আজকের উত্তরবঙ্গ : আজকের উত্তরবঙ্গ
  2. info@www.ajkeruttarbanga.online : আজকের উত্তরবঙ্গ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শব্দ ও পরিবেশ দূষণ অপরাধে ৫ পরিবহন ড্রাইভারকে মোবাইল কোর্টের জরিমানা ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল ছাত্র শিবির ভূরুঙ্গামারীতে বিএনপির বিজয় র‍্যালী ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত তৃণমূল রাজনীতিতে নতুন গতি: আন্ধারীঝাড়ে বিএনপির প্রচারণা কর্মসূচি ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাং সদস্যের আক্রমণে ২ মাদ্রাসা শিক্ষার্থী আহত, থানায় মামলা ভূরুঙ্গামারীতে উপড়ে পড়া শতবর্ষী বটগাছ অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট সাংবাদিক রিগানকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানাসহ ৩ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে চার্জশিট ভোটের সময় প্রতিশ্রুতি, পরে নিস্তব্ধতা: কাদা-পানির পথই নিয়তি পাইকেরছড়ার ১নং ওয়ার্ড বাসীর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্য আটক

ভূরুঙ্গামারীর বলদিয়ায় ভিজিএফ চাল বিতরণে চরম অনিয়ম, সাড়ে ১৮ মেট্রিক টন চাল অবিকৃত

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দ পাওয়া ৫৭.৪৫ মেট্রিক টন চালের সিংহভাগই সচ্ছল ও চাকরিজীবী ব্যক্তিদের নামে তালিকাভুক্ত করে স্লিপ ইস্যু করা হয়েছে। স্থানীয়দের বাধার মুখে বিতরণে গড়বড় ধরা পড়ায় প্রায় সাড়ে ১৮ মেট্রিক টন চাল অবিকৃত অবস্থায় গুদামে সীলগালা করে রাখা হয়েছে।

সরেজমিনে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার ৭৪৫ জন হতদরিদ্র পরিবারের জন্য প্রতিজনকে ১০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে তালিকায় সরকারি-বেসরকারি শিক্ষক, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিসহ প্রায় দুই হাজার সচ্ছল মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, এসব স্লিপ আগেই স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন।

তবে বিতরণের সময় স্থানীয় সচেতন মহলের বাধায় এসব স্লিপ ব্যবহার করে চাল উত্তোলন করতে পারেননি ব্যবসায়ীরা। ফলে বিতরণ শেষেও গুদামে থেকে যায় সাড়ে ১৮ মেট্রিক টন চাল।

তালিকায় অন্তর্ভুক্ত কয়েকজনের মধ্যে রয়েছেন বলদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার (নং-১১৩৮), ব্যবসায়ী রফিকুল ইসলাম (নং-২৯২১), স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফর রহমান (নং-২৯৩৯), শিক্ষক আশরাফুজ্জামান (নং-২৫৭) ও আরমান আলী (নং-২৫৮)। তারা সকলেই অভিযোগ করেন, তারা জানতেন না তাদের নাম তালিকাভুক্ত হয়েছে এবং বিষয়টি তাদের সামাজিকভাবে হেয় করেছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফর রহমান বলেন, “আমার নাম দেখে আমি হতভম্ব। কে বা কারা এই কাজ করেছে, আমি জানি না। তবে যারা এই কারচুপি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করছি।”

ঈদের আগের দিন চাল সংগ্রহে আসা হাজারো দরিদ্র নারী-পুরুষ সারাদিন অপেক্ষা করেও চাল না পেয়ে খালি হাতে ফিরে যান। অনেকে অভিযোগ করেন, তাদের স্লিপ বিক্রি করে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক স্বীকার করে বলেন, “তালিকায় ভুলক্রমে কিছু সচ্ছল ব্যক্তির নাম চলে এসেছে। তবে স্লিপ বিক্রির অভিযোগ সত্য নয়।”

চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, “বিতরণের শেষ দিনেও ১ হাজার ৮৪০ জন তালিকাভুক্ত ব্যক্তি চাল নিতে আসেননি। তাদের বরাদ্দকৃত চাল গুদামে সীলগালা করে রাখা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, “তালিকায় অসঙ্গতি থাকায় বিতরণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। নির্ভুল তালিকা প্রস্তুত করে বাকি চাল বিতরণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট